অনুভূতি

মনের আগুন

মানুষের মনকে বোঝা ভার কিন্তু সেই জীবনের চালিকা শক্তি। মন জানে যে এই জীবনটা একটি মরীচিকা, খালি স্বপ্ন দেখায়, যন্ত্রণার আগুনে পোড়ায়, তবু সেই পোড়া মন মরীচিকার পিছনে বৃথা ছুটে মরে। এইভাবে একদিন শরীর চিতার আগুনে বিলীন হওয়ার সাথে সাথে মন ও মহাশূণ্যে বিলীন হয়ে যায়, পিছনে রেখে যায় একরাশ প্রশ্নচিহ্ন।

আগুনে পুড়ে গেছে মন
পুড়ে পুড়ে হয়ে গেছে ছাই
সোনা পুড়লে নাকি খাঁটি হয়
মন পুড়লে? কোনও জবাব নেই।

সবকিছু লাগে বড় হেঁয়ালি
জীবন বলে সত্যি কি আছে কিছু
মরীচিকার পিছনে খালি  ছুটে মরা
তারপর টুপ করে ঝরে যাওয়া।

আকাশে বাতাসে ভাসে স্বপ্ন
উড়ে যায় রঙিন ডানা মেলে
পোড়া মন তার পিছে ধাওয়া করে
ছাই হয়ে তবু সে কথা বলে।

মনের আগুনটা আজ নিভে গেছে
ছাইচাপা হয়ে দেখো আছে পড়ে
চারিদিকে শ্মশানের নীরবতা
শ্মশানের চিতা ধিকি ধিকি জ্বলে।