অনুভূতি

মনের গতিতে

একই জায়গায় দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে আছি বহুকাল ধরে
ঠিক ওই কুন্ডলীপাকানো
পোষা সাপটার মত
পড়ে আছি শীতঘুমে
বহুযুগ, বহুযুগ ধরে।

সময় নাকি ডাক দেয়
যে নিজেই স্থবির, অশক্ত
সে আবার ডাকবে কি করে
কেউ ডাকবে না, কেউ জাগাবে না
নিজেকেই নিজে জাগাতে হবে
এগুতে হবে সামনে, মনের গতিতে।