মন নেই

কাব্য আর আসে না ভাবনায়
মনটাই যে সাথে নেই তার
মন পড়ে আছে হাজারো লাখো নিরন্ন,
আশ্রয়হীন মানুষের পাশে
বোবা কান্নায় বিষণ্ণ যেন পৃথিবী
মানুষের হাহাকার আর আর্তনাদে
মন আবার যায় ভেসে বানের জলে
নদীর করাল গ্রাসে জলমগ্ন, নিমজ্জিত
ভেসে যাওয়া হাজারো মানুষের সাথে
প্রাণের স্পন্দনে স্পন্দিত জনপদ
আজ মৃত্যুপুরী, নিশ্চল,নিশ্চুপ,
মৃত্যু আজ এখানে কথা বলে
মন কখনও পড়ে থাকে ভয়ার্ত নারীদের মাঝে
ধর্ষিতা যারা বারে বারে শরীরে ও মনে
চুপ করে সয়ে যায় সব অন্যায়
নির্লজ্জ অসভ্য সমাজ থাকে চোখ বুজে
প্রতিবাদী কন্ঠস্বরের যেখানে কেনা বেচা চলে।
মন পড়ে থাকে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার কাছে
সারাজীবন সন্তানদের লালন পালন করে
ঠাঁই হয়েছে আজ রাস্তার পাশে, গাছের তলায়
ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে অতীতের পানে
আকুল হয়ে বুঝতে চায় জীবনের মানে।
মনটা খালি এদিক ওদিক ঘুরে মরে
কিছু করতে না পারার যন্ত্রণায় ছটপট করে
কাব্য সে তো বড়লোকের বিলাসিতা আজ
বড় প্রয়োজনীয় আজ বিবেকের উত্থান
তাকে জাগ্রত করার মন্ত্র কে জানে?