অনুভূতি

মনপাখী

মানুষের মন মুক্ত বিহঙ্গের মত এখানে ওখানে ভেসে বেড়ায়, নেই তার কোনও বাধাবন্ধন। যাক না সে যেখানে যেতে চায়, তাকে বেঁধে রাখার কোনও মানে হয় না।

মনপাখী কোথা যাস উড়ে
যাবি নাকি দূরে
সব ছেড়ে ছুড়ে।

গৃহীমন বাঁধা নিজ ঘরে
উড়তে যে নারে
ছটফট করে।

প্রাণপাখী, জানি যাবি উড়ে
অজানার তরে
গৃহকোণ ছেড়ে।