অনুভূতি

মুকশব্দ

অন্ধকার ঘরে মুক শব্দের স্তব্ধতা’
ঘরের বাইরে ঝলমলে আলো প্রাণচঞ্চল জীবন
বাচ্চাদের খেলাধুলা পাখিদের কিচিরমিচির চিল চিৎকার
ইমারত ভাঙার শব্দ ঘর ও ভাঙ্গছে
তারি মাঝে আছে সময়ের আনাগোনা
দিন-রাত জ্যোৎস্না অমাবস্যা এক ফালি ভালোবাসা
আছে নানান ভাবনার প্রবাহমানতা
ঘরের মধ্যে শুধু অন্ধকার মৃত্যুর স্তব্ধতা।

নিরাকার সাকারের ধাঁধায় ধন্ধে পৃথিবী
তাই মহাশূন্যে একই কক্ষপথে ঘুরেই চলেছে
প্রকৃতির তাতে কোনও মাথা ব্যাথা নেই
সে নেচে চলেছে নিজের ছন্দে মহানন্দে
একমুঠো প্রকৃতি এনে ছেড়ে দেবো ঘরে
অন্ধকার স্তব্ধতা’ ভেঙ্গে হবে খান খান
ভিতর বাহির হবে উজ্জল বাঙময়
প্রাণের আলোকচ্ছটায় দূরীভূত হবে মৃত্যুভয়।