মুক্ত জীবন

কিছুই বলার সেরকম ছিল না
শুধু ছিলো অদ্ভুত এক ভালো লাগা
সুপ্ত অবস্থায় নিজেকে চক্রাকারে ঘুরতে থাকা
সবকিছু ভেঙ্গে চুরমার করে দেওয়ার স্বপ্ন
অথচ ভীত, সন্ত্রস্থ, মেরুদন্ডহীন।
ভালোলাগার কি কোনও বয়স আছে?
আছে কি কোনও শুরু অথবা শেষ?
ভীত সবাই অদৃশ্য লক্ষণরেখার চোখ রাঙ্গানিতে
অতিক্রম করলেই সমাজ তোমাকে পতিত করবে, ত্যজ্য করবে
যত সব ছেঁদো, কাপুরোষোচিত নিস্ফল আস্ফালন।
বিশৃঙ্খলা, বেনিয়মের মধ্যে আলাদা প্রাণ আছে
কাপুরুষেরা তাকে অসভ্য, অসামাজিক বলে
অথচ অন্তরে অন্তরে তাকে হিংসা করে
খাঁচার পাখীর শৃঙ্খলিত জীবন তোমার
খোলা আকাশে মুক্ত জীবন উড়ুক আনন্দে।