কোলাহল্মুখর দিন, নিস্তব্ধ রাত্রি
কেউ কালা নয় তবে বোবা তো বটেই
সব কথা শুনে যায়, বলে না কিছুই।
আকাশের চন্দ্র, সূর্য্য, গ্রহ তারা,
তারাও সব দেখে শোনে
তবু চুপ করে থাকে,
কত অজানা ইতিহাস লুকিয়ে
এই কালের গহ্বরে।
সময়ের বুকে কান পাত
যদি কিছু শুনতে পাও।
সময় তো বয়ে যায় আদিকাল হতে
সেও ত বলে না কিছু
মুখ বুজে থাকে।