অনুভূতি

না বলা কথা

সব কথা বলা যায় না
বুকের মধ্যে আটকে থাকে
ঠিক যেন বোবা কান্নার মত
অনেক কিছু অথচ বাস্তবে
কিছু নেই।

অব্যক্ত ভাবনাটা শুধু পাশে আছে
ইচ্ছা ছিল ডানা মেলে ওড়ার
পেল না সেও মুক্তির স্বাদ
শুধু চুপচাপ শুয়ে বসে থাকা
ছবি আঁকা।