অনুভূতি

না দেখা

সূর্য্যোদয় এবং সূর্য্যাস্তের মধ্যেই দিন ও রাতের খেলা। এই দিন ও রাতের মধ্যেও পল, ক্ষণ অনুযায়ী নানান প্রকারভেদ, তারা নিজ নিজ জায়গায় স্বকীয়, স্বতন্ত্র এবং বৈশিষ্ট্য ও মাধুর্য্যে মহিমান্বিত। এদের নিয়ে ভাবতে গেলে এক দিশাহীন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তার থেকে মুক্তির একমাত্র উপায় যে কিছু না ভাবা, দেখেও না দেখা এবং বর্তমান সময়টাকে উপভোগ করা।

দিন রাত্রির পাশাপাশি চলে দেখো
আলো আঁধারির খেলা
দিনের মধ্যে আছে সকাল, দুপুর,বিকাল
তেমনই আবার আছে অবেলা

রাত্রির ও আবার কত প্রকারভেদ
নিশুতি রাত, মাঝরাত, কাল রাত
আরও কত কি যে আছে
ভ্যাবাচ্যাকা যায় লেগে এদের মাঝে

এর চেয়ে ভালো আনমনা থাকা
সব কিছু দেখা অথচ না দেখা
যে সয় সে রয় কথাটা মন্দ নয়
জীবন চলেছে দেখো জীবনের মাঝে।