নাম না জানা অচেনা পাখীর
মিষ্টি মেদুর গান
কাঠবিড়ালীর সেই তখন থেকেই
অদ্ভুত এক কিচ কিচ ডাক
কাকের কর্কশ স্বরে কা কা
দূর থেকে ভেসে আসা কোনও কিছু ভাঙ্গার
একনাগাড়ে ঠক ঠক আওয়াজ
মাথার ওপর পাখা ঘোরার বন-বন শব্দ
থম মেরে যাওয়া মেঘলা সকাল
নতুন এক দিনের এভাবেই শুরু
এভাবেই আজ হয়ে যাবে কাল।