নতুন পৃথিবী
হে ভবিষ্যতের প্রজন্ম
তোমার শরণাগত বর্তমান,
এক নির্মল পৃথিবীর দাবীতে
সুন্দর প্রাণবন্ত জীবনের আশায়।
এই নিষ্ঠুর স্বার্থপর পৃথিবীতে
বাঁচা হয়ে গেছে দুষ্কর।
তুমি এস নতুন রূপে
রণচন্ডী মূর্তিতে বিনাশ কর
বর্তমানের কলুষিত মানবজাতিকে,
গুঁড়িয়ে দাও সভ্যতার সকল চিহ্ন।
আবার না হয় ফিরে যাবে
সেই আদিম মানব যুগে
সেখান থেকে তিল তিল করে
গড়ে তোল এক নতুন পৃথিবী
এক সুন্দর বাসযোগ্য সমাজ।