অনুভূতি

নেভা

প্রদীপটা দপ দপ করে জ্বলছে
নিভে যাবে বুঝি
অনেকদিন আলো দিয়েছে
এবার প্রদীপের তলার অন্ধকারে
তার ডুবে যাবার পালা
প্রদীপটা এবার নিভে যাবে।