অনুভূতি

নিজের নিয়মে

যতবার ভেবেছে এ মন
আর চলবে না সে
কল্পনার হাত ধরে,
উন্মাদের মত বেড়াবে না ছুটে
দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে,
অতীত, বর্তমান, ভবিষ্যতের দ্বার বেয়ে
পৌঁছাবে না কোনও অপার্থিব জগতে
বারবার ব্যর্থ হয়েছে সে।

সময়ের সাথে তাল মিলিয়ে
বাস্তবতার রূঢ় জগতে
চলতে চলতে , ক্লান্ত হয়ে
কোন ফাঁকে লাগিয়েছে ছুট,
আবার কোন এক অজানার তরে
ইচ্ছামতন বেড়িয়েছে ভেসে
দিশাহীন ভাবে, যেখানে চেয়েছে প্রাণ।

হতে পারে এটা তার পাগলামি
বিলাসিতা বললেও হবে না ভুল,
ঠিক বেঠিকের পরোয়া না করে
মন চলেছে তার নিজের নিয়মে।