অনুভূতি

নিশুতি রাত

ঘুম ভেঙ্গে যাওয়া এক নিশুতি রাতের অনুভূতি।

মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
রাতজাগা পাখীর বোবা কান্নায়,
যতসব পুরানো সে স্মৃতি
মনের মধ্যে ভীড় করে আসে
বলে আয় কথা বল।

রাত্রির অখন্ড নিস্তব্ধতায়
হৃৎপিন্ডের শব্দও যেন
বুকের মধ্যে বড় বেশী বাজে।
ওই তো রাতের একমাত্র সাথী
ভয় হয়, যদি থেমে যায়।

চুপ করে চোখ বুজে শুয়ে থাকি
মন থাকে সকালের প্রতীক্ষায়,
ভোরের আলোর সাথে পাখীর কূজন
ভুলিয়ে দেয় মনের সব যন্ত্রণা
রাত ভাল কিন্তু বড় বেশী কালো।