অনুভূতি

নগ্ন সত্য

সত্য লুকিয়ে থাকে নগ্নতার আড়ালে অথচ এই নগ্নতাকেই আমরা এড়িয়ে চলি, ঢেকে রাখি আর সেইজন্যই সত্য বেশীরভাগ ক্ষেত্রেই থেকে যায় অধরা। ঠিক যেমনি মুখোশের আড়ালে মুখ থাকে লুকিয়ে, আসল মুখটা সামনে আসে না।

নগ্নতার মধ্যে একটা সত্যতা আছে
আছে একটা শুদ্ধ আন্তরিকতা
শয়তান লুকিয়ে থাকে মুখোশের আড়ালে
মুখোশটা যদি খুলে দাও
নগ্ন সত্য বেড়িয়ে পরে
সেইটিই আসল, সেইটিই খাঁটি
ভালো মানুষের শয়তানী মুখোশ পরে থাকে সবাই
সত্য প্রকাশিত হোক
সে যতই নগ্ন হোক।

One thought on “নগ্ন সত্য

Comments are closed.