পাল্টাস না
তুই যেমন তেমনই থাক,
পাল্টাস না, পাল্টাস না কিছুতেই
লোকে বোকা বলে, বলুক
বোকামির মধ্যে এক সরলতা আছে,
নিষ্পাপ এক মন আছে
সোজা সরল ভাবনা আছে,
কোথাও যেন এক
স্বর্গীয় ছোঁয়া আছে।
চারিদিকে চালাক মানুষের ভীড়ে
বিষাক্ত ভাবনার দমবন্ধ পরিবেশে,
সরলতা খুঁজে বেড়ায় মন
পায় না খুঁজে।
হাঁসফাঁস করে পুরোটা জীবন
কাটিয়ে দেয় অসহায় ভাবে ।
তোর মতন বোকা-সোকা মানুষের
এই দুনিয়াতে বড় প্রয়োজন আজ
তুই নিজের মতন থাক,
জীবনরূপী মরুভূমিতে
মরুদ্যান হয়ে থাক বেঁচে ।
তোর সরলতা অবলম্বন করে
কিছু মানুষ বাঁচুক
পাল্টাবি না, একেবারে পাল্টাবি না।