অনুভূতি

ফোস্কা

অসহ্য পরিস্থিতি হলেও গায়ে মেখ না
তাহলে সারা গায়ে ফোস্কা পড়বে।
চাঁদের আলো বলে নাকি হিমশীতল,
কলঙ্কের গায়ে প্রলেপ লাগানোর জন্য কি?
চাঁদের কাছে এর জবাব পাবে না
কারুর কাছে এর উত্তর ও নেই
বোবা হয়ে তাই বসে থাকা।

বিবাগী মনটা ভেসে বেড়ায় সর্ব্বত্র
কোথাও স্থিতু হয়ে বসতে পারল না।
মনে হয়ত বা ছিল কোনও সুপ্ত আশা
কোনও সুন্দরী রমণীর হৃদয়ে বাসা বাঁধার,
সে আশা হয়নি পূরণ বেলাশেষে
তাই বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো,
যত্র তত্র গমন, বসন শয়ন।

পৃথিবীটা নাকি ভরে গেছে বিষে
তাহলে এত ভালবাসা আসে কোথা থেকে?
পরিবর্তিত হয়ে গেছে খালি মানুষগুলো
বাকী সব আছে ঠিক আগের মতন
ধংসের পথে এগিয়ে চলেছে মনুষ্যসমাজ
অসহ্য পরিস্তিতির সৃষ্ট হয়েছে তাই
গায়ে মেখ না তাহলে ফোস্কা পড়বে।