পরিহাস
কে তুমি এসেছ
আমার দুয়ারে
হাতে নিয়ে ভিক্ষাপাত্র
কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি।
কিই বা দেওয়ার আছে
এক ভিখারীর,
ভিক্ষালব্ধ অন্নে যার
দিন গুজরান হয়,
গৃহে যার নাই নাই রব।
একদমই কিছু নাই দেবার
একথা হয়ত বা ভুল,
আছে অস্থি, মজ্জা,হাড়ে গড়া
এক অশক্ত শীর্ণ শরীর,
যদি চাও দিতে পারি সেটা।
যমদূতের পথ চেয়ে
বসে আছে যে,
ভিক্ষাপাত্র নিয়ে এসেছ
সেই অভাগার কাছে?
হায় বিধাতা, এ কী অদ্ভুত
পরিহাস তোমার।