প্রকাশ

মানুষের মন, মনের মানুষ
দুটি শব্দ, সামান্য হেরফের
আকাশ পাতাল তফাত
কোথাও যেন মিলেমিশে একাকার
শুধু প্রকাশের মাধ্যমে।
এমনিভাবে সবকিছুর মধ্যেই
আমাদের চাওয়া পাওয়া লুকিয়ে
শুধু আমরা খুঁজে পাচ্ছি না
খালি তাদের দেখতে পাচ্ছি না।
একটু নাড়াচাড়া করতে হবে
সামান্য উল্টে পাল্টে দেখতে হবে
মনের জানালা দরজা খোলা রেখে
সজাগ দৃষ্টিতে খুঁজতে হবে।
প্রশ্ন থাকলে উত্তর ও আছে
প্রশ্ন না থাকলে উত্তর ও নেই
যা আছে সব সামনেই আছে
প্রকাশটা শুধু বুঝতে হবে।