প্রানেরস্পন্দন
পড়ন্ত বিকালের অস্তগামী সূর্য্যের আলোয় পশ্চিমাকাশ রক্তে রাঙ্গা, সমুদ্রের জলেও রক্তিম ভাব। গোধূলির আলোয় চারিদিকে এক স্বপ্নিল পরিবেশ। এরই মাঝে কি আগামীর কোনও বার্তা আছে, সেই আদিম যুগের প্রথম প্রাণের স্পন্দনের মত। প্রাণপ্রাচুর্য্যে ভরপুর নবীন প্রজন্মের আশায় আগামী পৃথিবী।
পড়ন্ত বিকালে,
আকাশটা আজ বড় লাল।
রোজকার টুকরো সাদা মেঘগুলো
আজ যেন এক একটা লাল আগুনের গোলা।
অস্তগামী সুর্য্য সমুদ্রের বুকে
লিখে দিচ্ছে আজকের ইতিহাস।
যুদ্ধশেষে রক্তস্নাত ধরিত্রীর মত
রক্তিম চারিদিক, চারিধার।
এরই মাঝখানে লেখা আছে
আগামী দিনের কথা,
সূর্য্যদয়ের বাণী।
নতুন প্রজন্ম দেখাচ্ছে
নতুন জীবনের স্বপ্ন
জয়ী হোক প্রাণের স্পন্দন।