প্রবাহ
মনের অলিন্দে নানান স্বপ্ন
নানান ভাবনা, ঘোরাফেরা করে।
কোনটা প্রস্ফুটিত হয়ে,
পূর্ণমাত্রা পায়,
কোনটা আবার মনেরই অগোচরে
অনাদরে অকালেই যায় ঝরে ।
ঝরে যেতে যেতে সে স্বপ্ন
জন্ম দিয়ে যায় হাজারো স্বপ্নের।
কালে কালে সে স্বপ্ন
প্রস্ফুটিত হয়,
নতুবা স্বপ্নেই মিলায়ে যায়।
এ প্রবাহ চলতেই থাকে,
এ ভাবেই তারা, কোন একদিন
পূর্ণতা পায়।