নিজের মনকে প্রশ্ন করি
আমি কি সৎ ছিলাম
তোমার কাছে ?
মন চুপ করে থাকে
কিছু যেন ভাবে,
তারপর চুপি চুপি বলে
তোমার প্রশ্নের উত্তর
হয়তো বা আছে আমার কাছে,
কিন্তু আমি নিজে সৎ কিনা
সে প্রশ্নের জবাব চলেছি খুঁজে
অনাদিকাল হতে।
সততার মানদন্ড কি
নেই মোর জানা,
তাই তোমার প্রশ্নের জবাব
নিও খুঁজে, তোমার কর্ম্মের মাঝে।