প্রতিকী
কোনও কিছুরই মানে নেই, চারিদিকে যা কিছু সত্যিই কি আছে না চোখের ভুল, আসলে নেই। জীবনটা স্বপ্ন না মায়া, কোনটা সঠিক? পৃথিবীতে মানুষের যাওয়া আসা, কোনও অদৃশ্যশক্তির অঙ্গুলিহেলনে চলা সবটাই কি প্রতিকী না অন্য কিছু, নানান ধ্বন্দ আসে মনে। জীবন চক্রাকারে চলেছে নিজের তালে, মানুষও চলেছে ছুটে নেশার ঘোরে কিছু না বুঝে।
সবই প্রতীকী
তবুও তাকেই আঁকড়ে থাকা
শূণ্যে ছবি আঁকা
কেউ কোথাও নেই
ঘরেও নেই, বাইরেও নেই
তবু দরজায় কড়া নাড়া
নিজের সাথে কথা বলা।
কোনও কিছুরই মানে নেই
যদিও বা থাকে
কারুরই তা জানা নেই
খালি সব ছুটে চলে
অন্ধ সংস্কারের বশে
সবই যে প্রতীকী
সেটি বুঝতে না পেরে।