পূর্ণতা
এই নশ্বর জীবনের লম্বা পথচলার শেষে মানুষ যখন একান্তে বসে জীবনের সত্য, জীবনের মর্ম্ম উপলব্ধি করে তখন তার উদাসী দার্শনিক মন নবীনদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এই পৃথিবীকে বিদায় বার্তা দেয়।
সোনালী সেই দিনগুলো আর নেই
নেই সেই সোনালী বয়সটাও,
রূপালী আঁকিবুকি আজ শরীরে
সোনালীতে ভরে গেছে কেশটাও।
প্রথ্ম ছুঁয়েছে আজ শতককে
মাঝখানে বয়ে গেছে বহু জল,
ধূসর দৃষ্টি খোঁজে সবুজবেলা
অস্তাচলে সূর্য্য বলে ফিরে চল।
এবারের মত শেষ পথচলা
কচি কিশলয়ে ভরে গেছে চারিদিক,
নতুন সূর্য্য দেখাবে নতুন দিশা
পুরাতনের বিদায় নেবার পালা।