রেফারী
একটি বহুল প্রচলিত কথা আছে যে জীবনটি একটি রঙ্গমঞ্চ, কেউ নাচান আমরা নাচি অথচআমরা খালি আমার আমার করেই মরি। এখানে সেই ভাবনার ই প্রতিফলন।
আমাদের এই পৃথিবীতে
খেলছি আমরা মজার খেলা
রেফারী কে সবাই জানে
আমরা তাঁর পুতুল বেলা।
খেলার নিয়ম তাঁর ইচ্ছামতন
ভীষন শিথিল ভীষন কড়া
কাউকে বলেন খেলতে নাম
কারুর আবার উঠে পড়া।
শিশু থেকে বৃদ্ধ মানুষ
খেলা চলবে বিরাম হীন
খেলা সাঙ্গ হলে পরে
পুরো খে্লার হিসাব দিন।
আজকে তুমি পুরুষ আছ
কাল হতেই পার নারী
জন্মান্তরের গল্প আছে
কর্মফলের সাথে যুক্ত নাড়ি।
যতই ভাল খেল তুমি
উঠতে তোমায় হবেই হবে
ভুলভাল খেললে পরে
যোগ্য শাস্তি পাবেই পাবে।
ওপরওয়ালার এই দুনিয়ায়
তাঁর খেয়ালে নাচছি ভাই
যতই কর আমি আমি
তাঁর ইচ্ছা ছাড়া গতি যে নাই।