রক্তবীজ
ইতিহাসের পাতা বেয়ে নেমে আসা
কিছু অমানুষ চরিত্রের ধারক বাহকেরা
আজও রাজত্ব করে চলেছে
এই পৃথিবীর বুকে,
রক্তবীজের মত ছড়িয়ে পড়েছে
দিকে দিকে চারিদিকে।
তারা দানবের মত দেখতে নয়
কিন্তু দানবের চেয়ে ভয়ংকর,
শয়তানের মত ভয়াল দর্শন নয়
কিন্তু শয়তানের চেয়েও নিষ্ঠুর,
তারা নৃশংস জানোয়ারের দল
অথচ ভেক ধরে থাকে মানুষের
কখনও বা সাজে দেবতার অবতার।
মানুষের রক্তশোষক অত্যাচারির দল
সময়ের সাথে সাথে তাদের
বেশভূষা, চেহারা, অবয়ব পাল্টায়
কিন্তু চরিত্রগতভাবে একই থাকে
নরখাদক ও লজ্জায় মুখ লুকায়
তাদের হিংস্রতায়, অমানবিকতায়।
যুগে যুগে আবহমান কাল ধরে
একই গল্প চলে এসেছে
আবার হয়ত চলতেও থাকবে,
স্থান, কাল, পাত্র, সময়
খালি বার বার বদলে যাবে।
শুধু একরাশ আশা নিয়ে বসে থাকা
কোন দেবশিশু একদিন আসবেই আসবে
রক্তবীজেরা সেদিন ধ্বংস হবে
আমরাও সামিল হব সেই নিধন যজ্ঞে।