সাদা ক্যানভাস
দিনগুলো যাচ্ছে কেটে
বৈচিত্রহীনতায়,অলসভাবে,
একটা যেন সাদা ক্যানভাস
শিল্পীর এক তুলির টানে
রঙীন জীবন পাবে যে কবে?
চারিদিকে সব উপাদান
ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ,
শিল্পীসত্তার মনের কোনও কোণে
আছে যে এক স্বপ্নিল তুলি
সে লুকিয়ে বসে থাকতেও পারে
বা আছে গভীর ঘুমে,।
জীবনের সাদা ক্যানভাসও তাই
সাদাই যাচ্ছে থেকে ।
বসে থাকলে আর চলবে না
জীবনের ক্যানভাসে তুলির টানে
ভরিয়ে দেব রঙ্গীন সাজে ,
সাদা ক্যানভাস অনেক হল
বাকী দিনগুলি একটু সাজিয়ে গুছিয়ে
কাটিয়ে দিলেই হলো।