সন্ত্রাস
বর্তমান অস্থির সমাজ যেখানে স্বার্থের লোভে যুদ্ধ হানাহানিতে লিপ্ত পৃথিবী, সেখানে ব্যথিত মনের বেদনার বহিঃপ্রকাশ।
আর কতদিন চলবে সন্ত্রাস
ক্ষমতার জন্য হানাহানি
চারিদিকে দেখি রুধির স্রোত
ছড়িয়ে ছিটিয়ে মানুষের লাশ
কান্না আর হাহাকারে ভরা
এ পৃথিবীতে বাঁচা মরা সমান
এ পোড়া জীবন চায় না মানুষ
মান আর হুঁশের চায় জীবন