শূন্যতা
অপসৃয়মান এক অবয়বের দিকে
অপলক দৃষ্টিতে চেয়ে আছে
এক জোড়া চোখ।
চোখে নেই অশ্রু ,
তবে বেদনায় ভরা।
যতক্ষন দেখা যায়, দেখে তাকে
অবয়ব হারিয়ে যায় জনসমুদ্রে।
সম্পর্কের টানাপোড়নে এ জীবন ভরা
আনন্দ,কষ্ট, উচ্ছাস যদিও আছে
শূন্যতাও গ্রাস করে মাঝে মাঝে।
এ শূন্যতার মধ্যে আছে বেদনা
উদাসীনতা, অব্যক্ত হারানোর যন্ত্রনা।
ভাষা নেই, আছে শুধু অনুভূতি।
কখন যে শূন্যতা গ্রাস করে
স্বয়ং ঈশ্বরও জানেন কি তা?
এ এক নিজের মধ্যে হারিয়ে যাওয়া
এক অদ্ভুত উদাসীন, নির্লিপ্ততায় ভাসতে থাকা
জীবনকে আরও বেশী উপলব্ধি করা
ভালবাসা হারানোর বেদনাকে
অনুভব করা।