শূণ্য ও পৃথিবী
অদ্ভুত এক শূন্যে ভাসছে
এই সুন্দর পৃথিবী
শূন্যটা বাড়তে বাড়তে
কোথায় যে শেষ হয়েছে
তার কোনও কূল কিনারা নেই
জন্ম নেই মৃত্যু নেই
আদি নেই অন্ত নেই
এক বিশাল শূন্য।
একটা দ্বন্দ কিন্তু রয়েই গেছে
শূণ্যর সংজ্ঞা যে কি
বোঝা বড় মুস্কিল।
এ যে মহাজাগতিক এক গণিত
সাধারণ মানুষ বোঝে না কিছুই
শুধু ঘুরপাক খেতে থাকে তাতে
তারপর মিশে যায় পৃথিবীর বুকে
শূণ্য থাকে শূণ্যতেই।