সব কিছুরই কি আছে শুরু
আছে কি তার শেষ
যেন গোলাকার এক বৃত্তের
পরিসীমা বরাবর হাঁটা
শুরু আরা শেষ মিলেমিশে একাকার।
হাজারো নদী গিয়ে মেশে সমুদ্রের বুকে
অথচ সমুদ্রের জলস্তর তো একই থাকে
এত জল যায় কোথায়, শূণ্যে মিলায়?
না সেও চলে জলপথে বৃত্তের পরিসীমা ধরে
শেষের শুরু না শুরুতেই শেষ।