সীমাবদ্ধতা
একটা অদৃশ্য কাঁটাতারের বেড়ায় আটকে আমাদের জীবন। এই কাঁটাতারের বেড়া সরে গেলে জীবনটা অনেক বেশী সুন্দর ও সরল হত।
সীমাবদ্ধতার কাঁটাতারের মধ্য দিয়ে
সীমাহীন মনের চিন্তা ভাবনা গুলো
অক্লেশে যাতায়াত করে।
যত ঝামেলা অবয়ব টা নিয়ে
সব জায়গায় যায় আটকে
খালি তার পিছুটান।
স্বাধীনতার একটা আলাদা স্বাদ, আনন্দ
হতে পারে এলোমেলো বিশৃঙ্খলায় ভরা
কিন্তু অদ্ভুত ভালোলাগার অনুভূতি আছে
তাকে আটকে রাখা যায় না।
কাঁটাতারের বেড়াটা দাও সরিয়ে
দেখবে বুনোফুল, গোলাপ পাশাপাশি হাসছে।