সময়ের বাঁধন
সময়ের বাঁধনটা কেমন জানি
আলগা হয়ে যাচ্ছে
ঠিক কেটে যাওয়া ঘুড়ির মতন।
আকাশে ভাসছে অথচ ভাসছে না
সুতোর টানেও খেলছে না
কোথায় গিয়ে পড়বে কে জানে?
সময় বয়ে যাচ্ছে ঠিকই
তবে তাতে ছন্দের বড়ই অভাব
রাত কেটে গিয়ে ভোর হচ্ছে
দিন, মাস, বছর ঘুরে যাচ্ছে
সব আগের মতন হলেও
পুরানো সেই তালটা নেই।
জীবনের হিসাব ও তাই
বড় গোলেমেলে হয়ে গেছে।
সময়ের মাপকাঠি এই শরীর
যেমন জীর্ণ হচ্ছে হোক,
সেটা নিয়ে ভেবে লাভ নেই।
সময়ের বাঁধন যদি আবার ফেরে
নতুন প্রজন্ম সেটা উপভোগ করুক
পুরাতন সব বিদায় নিক।