সময়ের সাথে
কথা আছে যে সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। সময়ের সাথে সাথে চোখের সামনে সবকিছু কেমন ধীরে ধীরে পাল্টে যায়। মাঝে মাঝে ধন্দ লাগে যে এই যে বহমান সময় বা পারিপার্শ্বিক পরিবর্তন সত্যি ঘটে না তা শুধু দেখারই ভুল।

সময়ের সাথে পথ চলা
দু দন্ড থামা
একটু জিরানো
আবার পথ চলা
সময়ের ব্যবধানে সব পাল্টায়
না সবকিছু থাকে অবিকল
শুধু দেখার চোখ বদলায়
সবই আপেক্ষিক
ফেলে আসা পথ
সে কি একই থাকে
না সে ও বদলায় রঙ
গিরগিটির মতন
যাওয়া আর আসা
আছে হাজারো প্রশ্ন
মরীচিকার পিছনে ছোটা
চলা, শুধু পথ চলা।