মানুষের হৃদয় থেকে
কিছু সোনালী আলো
মিশেছে গিয়ে মহাশূণ্যে
এ আলো চোখে দেখার নয়
শুধু অনুভবের
মানুষের হৃদয়ে যত
সুন্দর রং আছে
এ আলো তাদের
কেবলমাত্র তাদের
কারুর নেই কোনও অধিকার
এ আলো স্নিগ্ধ মধুর
সুন্দর, মনোরম, শান্ত
হৃদয়ের প্রশান্তি এতে লুকিয়ে
পরমাত্মার বুকে গিয়ে মেশে সে
পথ চেয়ে থাকি বসে
একবার যদি একবার
পাই দেখা তার