অনুভূতি

সুপ্ত

কিছু কথা  ভোলা যায় না
থেকে যায় মনের গভীরে
অন্তরের অন্তরে
যেমন ঘুমিয়ে থাকে ঘুমন্ত আগ্নেয়গিরি
অন্তরে জলন্ত লাভা স্রোত নিয়ে
ঠিক তেমনি।

ভুলতে পারলে ভালো হতো
মনটা অনেক হালকা হতো
পালকের মত
যদি কথাগুলো বেরিয়ে পড়ে
ঘুমন্ত আগ্নেয়গিরি ওঠে জেগে
ধ্বংস অনিবার্য্য।