অনুভূতি

উদাসীনতা

উদাসীন মন কেন যে হয় আর কি যে সে চায় সেই জানে।

মাঝে মধ্যে বড় উদাসীন লাগে
কিছুই লাগে না ভালো,
বড় লাগে একা
চুপচাপ শুয়ে বসে
জানলার পাশে বসে
প্রকৃতির পানে চেয়ে
একমনে থাকা।

প্রকৃতিও আজ যেন বড় উদাসীন
মেঘলা আকাশ, বিষণ্ণ সূর্য্যের আলো
চারিধারে সবকিছু বড় যেন নিশ্চুপ
দূর থেকে ধীর লয়ে ভেসে আসা
সেই পুরানো দিনের গান
আপার সংসার নাহি পারাবার
মনটা যেন খোঁজে জীবনের আলো।