উপলব্ধি
নিস্তব্ধতার মধ্যে
আছে এক অদভুত মাদকতা,
যেন ঝিম মেরে যাওয়া
নেশায় বুঁদ হয়ে থাকা,
সুন্দর অপার্থিব অনুভূতি।
একে ভাল না বেসে উপায় নেই
তাইতো নিশুতি নিস্তব্ধ রাত
এত প্রাণের, এত ভাল।
মনের ভিতরে যত যাবে
ততই নিজেকে পাবে খুঁজে
সেখানেই যে আছে লুকিয়ে
এই বিশ্বব্রহ্মান্ডের সব আলো।
ব্রহ্মজ্ঞানী চুপ করে বসে
খালি হাসেন মিটিমিটি,
ভাবেন এই বোকা মানুষগুলো
বুঝবে কবে জীবনের মর্ম্ম।
কবে এরা ধীর, স্থির হয়ে
শান্ত হয়ে চুপ করবে,
মনের অন্তরে, নিস্তব্ধতার গভীরে
ডুব দিয়ে অবগাহন করবে,
জীবনের সত্য আলোকিত
উদ্ভাসিত হবে
কবে এদের বোধোদয় হবে।