অনুভূতি

ঊষার আলো

ঊষার আলোর সাথে নতুন দিনের প্রারম্ভ
এক নির্দিষ্ট বা দিশাহীন পথে পথিকের শুরু পথ চলা
কত কিছু দেখা, কত কিছু শোনা, বলা
অভিজ্ঞতার ঝুলিতে নিজেকে সমৃদ্ধ করে
পথ চলতে চলতে ক্রমাগত বলে যাওয়া
আমি ভালো আছি, ভালো আছি।

মাঝে মধ্যে নিজেকে নিজের কাছে বড় অচেনা লাগা
নিজেকেই চিনতে না পারা, বুঝতে না পারা
দিনের আলোর মত পরিষ্কার সম্পর্কগুলোর
অমানিশার গভীর অন্ধকারে মিলিয়ে যাওয়া
নিদারুণ যন্ত্রণায় পাগলের মত হাতড়ে বেড়ানো
অথচ কিছুতেই খুঁজে না পাওয়া।

এক অদ্ভুত নেশাতুর এ ঊষার আলো
ঊষার আলোর সাথে জীবনের পথ চলা।