অনুভূতি

উত্তরের খোঁজ

কিছু কিছু প্রশ্ন থাকে প্রত্যেক মানুষের জীবনে যার উত্তরের খোঁজ সে সারাজীবন হাতড়ে বেড়ায় কিন্তু তার খোঁজ পায় কি? হয়তো পায় হয়তো বা পায় না। তার বিদায়ের সাথে সাথে সেই প্রশ্নগুলোও হারিয়ে যায়। এই পৃথিবীতে বিধাতার সর্ব্বোৎকৃষ্ট সৃষ্টি মানুষ, কিন্তু তাদের মধ্যে হিংসা, দ্বেষ, ঘৃণা, লোভে ভরা, অথচ বিধাতা তাদের শুধুমাত্র ভালোবাসায় পরিপূর্ণ করে পাঠাতে পারতেন। ছন্দবদ্ধ একটা জাতি ছন্দ থেকেও তারা আজ ছন্দহীন, একাকী। এটা তাদের প্রতি সুবিচার না অবিচার এর জবাব কে দেবে?

ছন্দবদ্ধ একটা জাতি
আজ সবাই ছন্নছাড়া একাকী
কোন দুরাচারের ফলে
প্রশ্ন জাগে মনে।

প্রশ্ন আছে উত্তর নেই
আবার উত্তর আছে প্রশ্ন নেই
এর কারণ প্রোথিত অনেক গভীরে
আদিকালের মূলস্রোতে

ধ্বংস মানেই সৃষ্টি আছে
সৃষ্টি মানেই ধ্বংস আছে
কার অঙ্গুলিহেলনে?
উত্তর আছে সেইখানে।