অনুভূতি

ভাবনার আড়ালে

আমাদের মনের ভিতর অহরহ কিছু ভাবনা চলতে থাকে, শয়নে, স্বপনে, জাগরণে সবসময়। ভাবনাগুলি ভীষণভাবে প্রকট বা সুপ্ত যা কিছু হতে পারে। চেতন মনে ভাবনার সাথে যুক্তির একটা দ্বন্দ থাকে সুতরাং ভাবনা মাঝে মধ্যেই যুক্তির কাছে হেরে যায় আর আমরা সেটা মেনে নিই। কিন্তু মানুষ জখন নিদ্রিত বা অবচেতন মনে তখন এই ভাবনাগুলি স্বাধীনভাবে বেড়িয়ে আসে এবং বাস্তবের মুখোমুখি আমার আমি কে দাঁড় করায়। আমরা তখন নিজেদের স্বরূপ উপলব্ধি করতে পারি।

ভাবনার আড়ালে কিছু ভাবনা থাকে
কিছু থাকে কালঘুমে
কিছু থাকে আধঘুমে
বাকী যারা থাকে
তারা থাকে সর্ব্বদা জেগে
শয়নে, স্বপনে, মননে
অথবা একান্ত অবচেতন মনে।

শরীর যখন নিদ্রিত ঘুমে
বেড়িয়ে আসে এরা বাইরে
বাস্তবের মুখোমুখি করায়
আমার আমিত্বকে
প্রকাশ পায় সত্য
হালকা হয় মন
অবিরত এই খেলা চলে।