ভুলে যাওয়াই ভালো
ভুলে যাওয়াই ভালো
কি হবে সবকিছু মনে রেখে
যা হারাবার সে হারাবার ই ছিলো
নয় তো চিরন্তন কোনও কিছুই
যা গিয়েছে তা যাক
ভুলে যাওয়াই ভালো
শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতি
তাদের আঁকড়ে থেকে কি লাভ
ফিরে তো পাওয়া যাবে না আর
তার চেয়ে বর্তমানের যতটুকু আছে বাকী
তাকেই নিয়ে বাঁচি
কি হবে পুরানো কথা মনে রেখে
ভুলে যাওয়াই ভালো
কালের নিয়মে শরীর হবে জীর্ণ, শীর্ণ
সচলতা যাবে কমে, দৃষ্টি হবে ধূসর
স্মৃতিশক্তি সেও কি থাকবে আগের মতন
হাজার হাতড়েও পাবে না কিছুর নাগাল
একদিন এই আমি হয়ে যাবে অতীত
কি লাভ অতীতকে মনে রেখে
ভুলে যাওয়াই ভালো।