ফিরে দেখা

অবয়বহীন

মন বড় চঞ্চল তার গতিবিধি বোঝা দায়। সে যে কখন কি ভাবে, কোথায় কখন বিচরণ করে, সে নিজেই কি জানে, জানে না। এখনে মনের সেরকম ই এক বিক্ষিপ্ত চিন্তার প্রতিফলন।

আকাশপথে যাত্রা করেছি শুরু
মেঠো রাস্তা টানে না আর
কেমন যেন একঘেয়ে লাগে
মানুষগুলোর মানসিকতা বড় বিকৃত
পুরাকালের দানবের মতো
বড় ভয় করে।
তাই মেঠো পথ দিয়েছি ছেড়ে
বেড়াচ্ছি ঘুরে আকাশ পথে নক্ষত্র লোকে
অবয়বহীন হয়ে।