ফিরে দেখা

আমাদেরই জন্য

বিশ্বাস, ভালোবাসা এখন বাজারের পণ্য্
রকমারী রং করে, রঙিন কাগজে মুড়ে
ছেড়েছে বাজারে, দেদার বিকোচ্ছে
মানুষের বিশ্বাস, মানুষ কিনছে
মানুষের ভালোবাসা মানুষই বেচছে
সবকিছু বাজারে সবকিছু পণ্য
আমাদেরই জন্য, শুধু আমাদেরই জন্য।