অন্ধকার
অন্ধকারকে মানুষের বড় ভয়। দিশাহীন অনন্ত সময় যেন লুকিয়ে থাকে তার মধ্যে। যে কোন সময় নিয়ে যেতে পারে তার কাছে। একফোঁটা আলো চাই, হোক না সে দেশলাই কঠির আলো, অন্ধকার তো ঘুচবে।

শেষ বাতিটাও নিভে গেছে
চারিদিক অন্ধকার,
সীমাহীন শূণ্যতা যেন
গ্রাস করেছে সময়কে।
আকাশ মাটি সব মিলেমিশে
হয়ে গেছে একাকার।
শুধু দরকার একটা দেশলাই কাঠি,
যার বুকের আগুন দপ করে জ্বলে উঠে,
খান খান করে দেবে
এই অন্ধকার জগতটাকে।
সশব্দে ফেটে পড়বে আলোর ঝলক
মুক্তির আনন্দে ভেসে যাবে চারিদিক