ফিরে দেখা

অঙ্গীকার

অঙ্গীকারবদ্ধ হওয়া খুব সহজ কিন্তু বড় কঠিন একে মেনে চলা। এর অন্তরে লুকিয়ে থাকে অনেক ত্যাগ, তিতিক্ষা আর যন্ত্রণার জ্বালা। বারবার মন ছুটে যেতে চায় তার কাছে কিন্তু পারে না কারণ সে যে অঙ্গীকার বদ্ধ। এখানে নির্জ্জনতার কাছে এক কাল্পনিক মনের অঙ্গীকারের কথা ব্যক্ত করা হয়েছে।

নির্জ্জনতার কাছে আমি অঙ্গীকার বদ্ধ
আসব না আর কোনদিন তার কাছে
আমার স্পর্শে সে আর কোনদিন
হবে না চমকিত
শিহরণ জাগাব না তার
মনে , প্রাণে, শরীরে
আবেগঘন মূহুর্তে আর সে
হবে না আপ্লুত
তার নির্জ্জনতার কৌমার্য্য আর
সমর্পণ করবে না আমার কাছে
আমি চাইলেও ফিরে যাবার পথ
চিরতরে বন্ধ
আমি অঙ্গীকার বদ্ধ নিজের কাছেও।