ফিরে দেখা

আঁকড়ে ধরা

জীবন বলতে জন্ম, মৃত্যু এবং মাঝখানে সংগ্রামে ভরা কিছুটা সময়। জীবনটি আবার নানান ভাগে বিভক্ত যেমন শৈশব, কৈশোর, যৌবন, মধ্যবয়স, প্রৌঢ়ত্ব এবং বার্ধক্য। সব জীবন যে পুরো ধাপ গুলি পার হবে তা নয়, কোনও জীবন শুরুতেই শেষ হয়ে যায়, কোনটি আচমকা মাঝপথে এবং কিছু জীবন পূর্ণ হয়। তবে আমরা প্রত্যেকেই জন্ম এবং মৃত্যুকে খুব আছ থেকে দেখেছি এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা এবং অনুভূতি বিভিন্ন হলেও হিমশীতল মৃত্যুকে আমরা ভয় পাই এবং শিশুর জন্মে আমরা আনন্দে উদ্বেল হই। সবচেয়ে মজার কথা এই যে আমরা কেউ ই কিন্তু আমাদের নিজের জন্ম মৃত্যুর সাক্ষী থাকি না অথচ জন্ম-মৃত্যু জগতের নিয়ম। মৃত্যু যখন অবশ্যাম্ভাবী তখন পদে পদে তাকে ভয় না পেয়ে জীবন টাকে প্রাণভরে বেঁচে নেওয়া।

মৃত্যুকে  বড় কাছ থেকে  দেখেছি আমি
 বড় হিমশীতল বড় নির্লিপ্ত
 একদম হাত কাঁপে না
 কখনো বুক কাঁপে না
 চুপ করে নিয়ে যায় যাকে নেবার
 মৃত্যুকে বড় কাছ থেকে দেখেছি আমি।

জীবনকে বড় কাছ থেকে দেখেছি আমি
 প্রাণোচ্ছল প্রান চঞ্চল আনন্দে ভরপুর. 
 সব সময় পাশে  আছে
 সবার দুঃখে সুখে সাথে আছে
 মানুষের আশা ভরসার  আশ্রয় সে
 জীবনকে বড় কাছ থেকে দেখেছি আমি।

 জানি যেতে হবে অবশেষে মৃত্যুর সাথে
 তাই জীবনকে আঁকড়ে ধরে বেঁচে আছি
 যতদিন পারি বেঁচে  নিই আনন্দে।