অন্তহীন পথ চলা
জীবনের চলার পথ কোথা থেকে শুরু আর কোথায় যে শেষ কে জানে? আসলে জীবন যে একটাই তা তো নয়, আমরা না কি বারবার এই পৃথিবীতে ফিরে আসি। তাহলে পথ চলা্র শুরু তো বহু যুগ, বহু শতাব্দী আগে, তারপর চলা শুধু চলা। সব কিছুর ই তো শেষ হয়, জীবনের পথে এই একা একা চলার কি আছে কোনও শেষ না সেই চক্রাকারে ঘুরে চলা। মন তো এই অন্তহীন পথ চলা থেকে মুক্তি পেতে চায়, চায় তোমাকে পাশে পেতে, চায় অনন্ত বিশ্রাম।
আরেকটু সময় থাক পাশে
দিনের শেষ আলো মুছে যেতে
এখনও তো কিছু সময় বাকী,
এরপর চুপচাপ বসে থাকা,
নিঃসঙ্গ, বিষণ্ণ অন্ধকারে
আকাশের পানে চেয়ে চেয়ে
শূন্যে আঁকিবুঁকি কাটা,
ছবি আঁকা, কবিতা লেখা।
এমনি করেই বহুজীবন, করেছি পার
চক্রাকারে ঘুরেই চলেছি, জীবনের পথে
অশ্বমেধের ঘোড়া সেও একদিন, যায় থেমে,
আমার চলার নেই কোনই বিরাম।
শুধু একটাই রয়ে গেল আফশোষ
অন্ধকারেই গেলাম থেকে সারাটি জীবন,
জ্ঞানের আলো ধরা দিয়েও, দিল না ধরা।
আরেকটু পাশে যদি থাকতে তুমি
হয়ত বা হত শেষ অন্তহীন অন্ধকারে,
এই পথ চলা।