ফিরে দেখা

অনুমতি

আমরা অনুমতি নিয়েই কোনও কাজ বা যাত্রার জন্য রওয়ানা হই যাতে আমাদের কর্ম্মক্ষেত্রে বা যাত্রাপথে কোনও বিঘ্ন না আসে। এক্ষেত্রে এক পথিকের, পথ চলাই যার জীবন, কাল্পনিক এক যাত্রার কথা বলা হয়েছে যেখানে সে পথিমধ্যে বিড়ম্বনায় পড়ে ভাবছে যে কোনখানে তার ভুল হয়ে গেছে। আসলে বাস্তব আর কল্পনা যেন মাঝে মঝেই মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে জীবনের যাত্রাপথে মাঝরাস্তায় খেই হারিয়ে আমরা ভাবি যে কোথায় ভুল করে ফেলেছি।

পথের দাবী মেনেই পথে নেমেছিলাম
বুঝিনি আকাশেরও কিছু কথা ছিল
আকাশ যে বরাবরের অভিমানীনি
আমি বেরুনোর পরে কেঁদে কূল ভাসাল।

আটকে গেলাম আমি পথের ধারে
চারিদিক ভেসে জলে থৈ থৈ
আকাশ কেঁদেই চলেছে একটানা
আমারও মুখ লুকানোর জায়গা নেই।

রেগে গিয়ে পথকে দিলাম গালি
বললাম, হতভাগা কেন মনে করাসনি আগে
না হয় আকাশের কথাও শুনে বেরুতাম
বিপত্তি হত না এই পথের মাঝে।

পথ বলে সে চলে আপন মনে
কারও সাথে নেই তার দেওয়া-নেওয়া
আকাশটা বড়ই যে ছিঁচকাঁদুনে
তাই তার সাথে বন্ধ পথের কথা কওয়া।

বেচারা পথিক আমি যাত্রাই জীবন
পথ চলা ছাড়া আর গতি কিছু নেই
আকাশের কাছ থেকেও অনুমতি নিয়ে
তবেই নামব পথে ভাবছি বসে তাই।