অপারগতা
মাঝে মাঝে ঘটনার আকস্মিকতায় বা কোনও কথা ভেবে এক ভাবাবেগ আসে যাকে প্রকাশ করা বা কোনও রূপ দেওয়া সত্যি অসম্ভব। মনের ভাবনা প্রকাশের এই অপারগতাই মানুষের মধ্যে এক ছটফটানি তৈরী করে এবং অশ্রুধারা হয়ে বেড়িয়ে আসে।
ভাবনার স্রোত বেয়ে
গুচ্ছ গুচ্ছ শব্দতরঙ্গ
অক্ষরের আকারে এসে দাঁড়ায়
আমার সামনে,
বলে, দাও চেতনার রূপ।
সামান্য মানুষ আমি,
বিচলিত হই, কাঁদি।
বলি ক্ষমা কর বন্ধু,
এ যোগ্যতা নেই আমার।
বৃথা আবেদন হায়,
সে যে নাচার।
শব্দরূপ অক্ষরকে বুকে ধরে
দুহাত ভরে অঞ্জলি দিই,
বন্ধ হয়ে আসে চোখ।
অঝোরধারায় ঝরে অশ্রু
নিজের অপারগতায়।